মনিরামপুরের কৃষক বন্ধু অসময়ের এই বৃষ্টি যেন “মড়ার উপর খাড়ার ঘা”ই পরিনতি

0
636

উওম চক্তবর্তী,মনিরামপুর(যশোর) : অসময়ের এই দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি যেনো যশোরের মনিরামপুরের কৃষকবন্ধু “মড়ার উপর খাড়ার ঘা”ই পরিনতি হয়েছে ৷ চলতি আমন ধান নিয়ে হতাশায় কৃষকরা। গত বুধবার সকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ৷ উপজেলায় চলতি আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে । উপজেলার মাঠে মাঠে আমন ধানের সমরোহ । সোনালী ধানের মৌ মৌ গন্ধে আকাশ বাতাসে নবান্নের উৎসবের আমেজ । ধান কাটা চলছে পুরোদমে ৷ অনেক কৃষক তাদের স্বপ্নের সোনালী ফসল আমন ধান কেটে রেখেছে, আবার কারোর কাটা হয়েছে কিন্তু বাধার কাজ বাকি রয়েছে ৷ কোন কোন কৃষক এখনো ধান কাটার কাজ শুরুই করেনি । এমনবস্থায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ৷
উপজেলার ইউনিয়নের সকল গ্রামে চলছে ধান কাটার ধুম চলছে । এসব অঞ্চলের অনেক কৃষক জানান, হঠাৎ এই অসময়ের বৃষ্টি আমাদের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে নিয়ে এসেছে ৷ আমরা ধান কেটে সবে মাত্র মাঠে রেখে দিয়েছি এখন বর্ষা হলে ধান ও বিচালি কিছুই পাবো না । আমরা হতাশাগ্রস্থ । সামনের দিনগুলি নিয়ে কঠিন চিন্তায় আমরা ।
খোজ নিয়ে জানা যায়,উপজেলার অধিকাংশ গ্রামের মাঠের প্রায় ৭০/৮০ ভাগ আমন ধান কাটা হয়ে গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here