মনিরামপুরে মাদ্রাসা ছাত্রদের চিকিৎসার ভার নিলেন : ইউপি সচিব

0
527
উওম চক্তবর্তী : “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” একটু মহানুভতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু । প্রখ্যাত শিল্পী ভুপেন হাজারির গানটি প্রমান করে চলেছেন বর্তমান ইউপি সচিব শাহাজামাল । যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা দারুল কোরআন হাফিজীয়া মাদ্রাসার ৪০জন ছাত্র চর্মরোগে আক্রান্ত । অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা । এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে নজরে আসে তার । কাশিমনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহাজামালের পরে ইউপি সচিব ব্যক্তিগত ভাবে অসুস্থ্য ছাত্রদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে । এই ব্যাপারে ইউপি সচিব শাহাজামাল এই প্রতিবেদক জানান, অসুস্থ্য ছাত্ররা আমার ছেলের মত । তাছাড়া আমি দীর্ঘদিন কাশিমনগর ইউয়িনে পরিষদে দায়িত্বরত থাকায় অবস্থায় সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত । তাছাড়া ছাত্রদের অসুস্থ্যতার সংবাদ ফেসবুকের মাধ্যমে জানতে পেরে খুব খারাপ লেগেছে । মানবিক দিক থেকে ছাত্রদের সুস্থ্য করার জন্য সমস্থ চিকিৎসার ভার গ্রহন করেছি । এবং আজ মঙ্গলবার অসুস্থ্য ছাত্রদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করছি । এবিষয়ে, কাশিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম, আহাদ আলী বলেন, এটা একটি মহাতী উদ্যোগ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড তার এই কর্মকান্ড ফুটে ওঠেছে অসহায় দুঃস্থ ছাত্রদের পাশে অভিভাবক হিসেবে । তিনি আরো বলেন আমি আমার ইউনিয়ন পরিষদের তহবীল থেকে সাহায্য সহযোগীতা করব ।
এ বিষয়ে মাদ্রাসা মুহতামিম হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই মাদাসার ছাত্রদের দুঃস সময়ের কেউ পাশে এসে দাড়াবে ভাবতে পারিনি । তবে এটি সহানুভুতির পরিচয় দিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here