“মহান মে দিবস উপল‌ক্ষে বেনা‌পোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধথাকলেও পাসফোর্ট যাতায়াত স্বাভাবিক থাকবে

0
499

আশানুর রহমান ও আরিফুজ্জামান আরিফ : মহান মে দিবস উপলক্ষে বেনা‌পোল স্থলবন্দর দিয়ে সোমবার (০১ মে) বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বেনা‌পোল চেকপোস্ট আমদানী রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনা‌পোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপ‌তি ম‌ফিজুর রহমান সজন জানান, মহান মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনা‌পোল স্থলবন্দ‌রে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ফলে বেনা‌পোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রমসহ বেনা‌পোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড, ডেলিভারি সব কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলা‌দেশ এমপ্লোয়েজ ইউনিয়‌নের সাধারন সম্পাদক ম‌নির মজুমদার ব‌লেন, মহান মে দি‌বসে বেনা‌পোল স্থলবন্দরের বি‌ভিন্ন কর্মজী‌বি মানু‌ষকে সা‌থে নি‌য়ে নানা আয়োজ‌নে দিবস‌টি পালন করা হ‌বে। এদিন বেনা‌পোল স্থল বন্দর দি‌য়ে সব কার্যক্রম বন্ধ থাক‌বে এবং মঙ্গলবার (০২ মে) সকাল থেকে যথাযথ নিয়‌মে পূণরায় দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনা‌পোল চেকপোস্ট ইমি‌গ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, মহান মে দিবস উপলক্ষে বেনা‌পোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বা‌নিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here