মহেশপুরে মুক্তিযোদ্ধা সুরোত আলীর নবনির্মিত বাড়ী উদ্বোধনে জেলা প্রশাসক

0
446

নিজস্ব প্রতিবেদক ,ঝিনাইদহ : ঘরে শুয়ে রাতের অন্ধকারে আকাশের চাঁদ দেখা সেই খুবড়ী ঘরটি সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নিজস্ব অর্থায়নে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরোত আলীর নব নির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমান, নাসির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের গরীব-অসহায় ছবিরন নেছার বাড়ীর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের দপ্তরে গত ১৫ ফেব্রুয়ারী জলিলপুর গ্রামের গরীব অসহায় নিঃসন্তান ছবিরন নেছা ভিক্ষার জন্য গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিক্ষার পরিবর্তে শীত বস্ত্র উপহার দিয়ে তার নিজের একচিলতে জমির ওপর তার বসত বাড়ী নির্মানের প্রতিশ্রুতি দেন। প্রুতিশ্রুতি অনুযায়ী এখন ছবিরন নেছার বাড়ী নির্মানের কাজ চলছে।

হরিণাকুন্ডুতে আতিয়ার রহমান নামে ৫ বছরের পলাতক আসামী গ্রেফতার ! (ছবি নাই)
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার রামনগর গ্রাম থেকে আতিয়ার রহমান নামে প্রতারণা মামলার ৫ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ঐ গ্রামের মৃত মকবুল শাহার ছেলে।

হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দীন জানান, ঝিনাইদহের বিজ্ঞ দায়রা জজ আদালত হতে প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আতিয়ার রহমানকে গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here