মাকে মনে পড়ে 

0
664

তহীদ মনি

ভাতের থালা সাজিয়ে দুপুর বেলা
কেউ ডাকে না- কেউ বলে না আজ আর
আয় খেতে আয় রাখনা এখন খেলা
শরীর খারাপ করবে তোর আবার
ঢের হয়েছে ফেরো এখন ঘরে
না হলে যে পড়বে রাতে জ্বরে …………………

বকা -ঝকা(!)… আদর মাখা হাতে
দেয় না কেউ সবই তুলে পাতে
বলেনা কেউ সবটুকু না খেলে
শুকিয়ে যাবি, বুদ্ধি কি আর খোলে ?

রাতে শুয়ে তাঁরই বুকের মাঝে…
গল্প শোনা,কল্প লোকের সাজে।

সকাল দুপুর সন্ধ্যা সারাদিনে
কাটতো সময় স্বপ্নের জাল বুনে……

জীবন থেকে গেছে মুছে
স্নেহভরা দিন
এখন যে ভাই ছোটাছুটি
বাড়ছে শুধু ঋণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here