মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে যুবলীগের আহবায়ক এম.এম ইমরান খাঁন পান্না

0
445

উত্তম চক্তবর্তী : মাদকের সর্বগ্রাসী আগ্রসনের শিকার দেশের যুব সমাজ । একটি দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের যুব সমাজ । তারাই দেশের ভবিষ্যৎ । কিন্তু এই যুবসমাজ যদি সন্ত্রাস মাদকে আসক্ত হয় অথবা নানা অবক্ষয়ে দূর্বল হয়ে পড়ে তবে সে দেশের উন্নয়ন সমৃদ্ধি ত্বরান্বিত হতে পারে না । জাতির ভবিষ্যত সমস্যাসংকুল ও অনিশ্চিত হতে বাধ্য । তাই এই সন্ত্রাস ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে মাদক, সন্ত্রাস বিরোধী ও এলাকার বিভিন্ন উন্নয়নে বিশেষ ভূমিকায় বিভিন্ন পদক্ষেপ গ্রহনে কাজ করে যাচ্ছে তিনি তারুণ্যের প্রতিচ্ছবি, তরুণ সমাজের অহংকার ত্ত বলিষ্ঠ কন্ঠস্বর , সৎ , যোগ্য, নির্ভিক , উচ্চ শিক্ষিত তরুন , কর্মী রাজনীতি বীদ মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটী ইউনিয়নের যুবলীগের আহবায়ক সংগ্রামী নেতা ত্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ এম.এম ইমরান খাঁন পান্না ৷ উপজেলার ১১ নং চালুয়াহাটী ইউনিয়নের যুব সমাজকে নিয়ে এলাকার উন্নয়নে বিশেষ ভুমিকা রাখাসহ মাদক ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন-আমাদের যুব সমাজকে যদি আমরা সুরক্ষা করতে চাই, অন্যায়-অপরাধ কমাতে চাই, সমাজকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে চাই এবং দেশের কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে চাই তবে মাদকের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ও বিজয় অর্জনের কোনো বিকল্প নেই । দেশ ও সমাজকে মাদকমুক্ত করতে হলে আমাদেরকে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে হবে । মাদকের চলাচল বিপণন ও বিক্রি বন্ধ করতে হবে । মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক বিনষ্ট করে দিতে হবে এবং মাদক চোরাচালান ও ব্যবসার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । তিনি বলেন যে, এ প্রসঙ্গে বিশেষভাবে বলা আবশ্যক, মাদকের আগ্রাসন ও অভিশাপ থেকে মুক্তির জন্য শুধু প্রশাসনিক ও আইনী ব্যবস্থাই যথেষ্ট নয়, আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরী । সামাজিক প্রতিরোধের জন্য আমাদের যুব সমাজ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই পূর্বশর্ত । মাদকের বিরুদ্ধে সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা বৃদ্ধিও পদক্ষেপ নিতে হবে । সব বয়স ও শ্রেনী-পেশার মানুষের মধ্যে যদি মাদকের ধ্বংসাত্মক ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরা যায় এবং তাদের মধ্যে সচেতনতা আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই মাদকাসক্তের সংখ্যা কমবে । তিনি চান, মাদকমুক্ত সমাজ হোক তারুণ্যের অহংকার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here