মাস্টার্স উত্তীর্ণদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের

0
308

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা সমাপ্ত হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে প্রভোস্ট কমিটি।

এ সকল শিক্ষার্থী কোনও ক্রমেই হলে অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বুধবার সন্ধ্যায় উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন এবং এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও, আবরার ফাহাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

১৮টি হলের প্রাধ্যক্ষবৃন্দের ওই সভায় মেধার ভিত্তিতে হলে শূন্য আসনে সিট বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here