ক্রীড়া প্রতিবেদক : মাহিলা হ্যান্ডবল লিগেরর চ্যাম্পিয়ন হয়েছে সৌখিন। সোমবার যশোর মুসলিম একাডেমি মাঠে তারা চুনবিউকে পরাজিত করে এ জয় তুলে নেয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। এ সময় পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সহ সভাপতি এজএম সালেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামানসহ আরো অনেক।