মিরপুরে মেরিডিয়ান গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

0
388

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মেরিডিয়ান গার্মেন্টের সাত’শ শ্রমিক বিক্ষোভ-সমাবেশ ও রাস্তা অবরোধ করেছেন। আজ সোমবার সকাল ১০টায় মিরপুর-১ নম্বর গোল চক্করে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ শেষে শ্রমিকরা মিরপুর-২ নম্বর গোল চক্করে সনি সিনেমা হলের সামনে অবস্থান নেয়।

আন্দোলনকারী গার্মেন্টকর্মীরা জানায়, কয়েকদিন আগে মেরিডিয়ান গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিনা নোটিশে ২১ জন শ্রমিককে চাকরিচ্যুত করেন। এর প্রতিবাদে রবিবার বিকালে গার্মেন্ট শ্রমিকদের প্রতিনিধি দলের সঙ্গে গার্মেন্ট কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার কোনো আশ্বাস দেয়া হয়নি। এর প্রেক্ষিতে আজ সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিরপুর-১ নম্বর গোল চক্করে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

মিরপুর পুলিশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ শ্রমিকদের রাস্তা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানায়। বেলা ১১টার দিকে শ্রমিকরা মিরপুর-১ নম্বর গোলচক্কর থেকে সরে গিয়ে মিরপুর-২ নম্বর গোলচক্করের সনি সিনামা হলের সামনে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে বিজিএমইএ’র নেতারা এসেছেন। তারা বিষয়টির ব্যাপারে মধ্যস্থতা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here