নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ (৭১) আর নেই। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন।
তার ছোট ভাই শামীম আহমেদ রনি বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ইতোমধ্যে সবাইকে মৃত্যুর বিষয়টি সবাইকে জানানো হয়েছে। স্বজনরা আসার পরই জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে এই বীরের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ক্রীড় সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।