মুস্তাক মুহাম্মদ এর একুশের একগুচ্ছ কবিতা

0
1350

রক্তে কেনা বাংলা
আমার প্রাণের ভাষা বাংলা,
রক্তে কেনা ভাষা।
যখন কথা বলি স্মরণে আসে তারা
যারা একটি বর্ণমালা লেখার জন্য
নক্ষত্র মতো খসে পড়েছিল
বায়ান্নর একুশের শহীদেরা।
একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কিন্তু দুঃখিনি বাংলার দুঃখ ঘুচলো না।
আমাদের নবপ্রাণের ফুটন্ত সন্তানেরা
জগাখিচুরী ভাষা ব্যবহার করে।
এভাবে চলতে দেওয়া যায় না।
আমাদের রক্ত বাংলা
আসুন, আমরা শুদ্ধরূপে
বাংলা শিখি বলি লিখি।

মাকে মা বলে ডাকি
ফাগুন এলেই আগুন জ্বলে বুকে
চেতনা গাঢ় হয় দেশপ্রেমে
আমার চেতনাতো বায়ান্ন্র
সেই উত্তালদিনগুলো
যে জন্য আমি আমার মনের
কথা বলতে পেরেছি,
যে জন্য আমি আমার
মতো করে বুঝতে পেরেছি
আমার স্বাধীকারের কথা ;
এবং আমি পেয়েছি স্বাধীনতা।
আজ আমি নিজ দেশে
মাকে মা বলে ডাকতে শিখেছি।

বর্ণমালা যাদের দান
অ আ ক খ আমার বর্ণমালা
বাংলা আমার ভাষা
এই ভাষাতে মেটাই আমার
নিত্য দিনের আশা।
বায়ান্নর ফাগুন মাসে
মনের আবেগ লিখতে বাংলায়
জীবন দিল সন্তানেরা
ডাকতে মা উচ্চাশায়।
আয় ফিরে আয় সালাম বরকত
মায়ের কোলে আয়,
তোমাদের জন্য অমৃতধারায়
আমরা মা বলে ডেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here