মুস্তাক মুহাম্মদ এর দু’টি মে মাসের কবিতা

0
527

আমরা উপভোগ করব

আমা্র শক্তি- পরিশ্রমে এই ফুলের বাগান

আমরা গড়ি এই পৃথিবী

আমরা ফেলনা নই।

এখানে কোনে দানবের রাজত্ব চলবে না।

আমাদের শোষণ করে

আমাদের হাড়ে সুর তোলার দিন শেষ।

এসো আমার ভায়েরা,

আপন শক্তিতেই আমরা রুখে দাড়াবো,

প্রভুত্ব নয় আমরা আমাদের ন্যার্য দাবীর

কথা বলতে শিখেছি।

শুধু পেটে ভাতে নয়

আমরা উপভোগ করবো পৃথিবীটাকে ।

শুধু ধনীর দুলালীর ফরমায়েস খাটবো না

অথবা স্বপ্ন দেখবো না তার বিলাসী খেয়াল দেখে,

ক্রীড়ানক হব না।

আমরা চালায় পৃথিবী।

আমরা উপভোগ করবো পৃথিবীটাকে।

শোষণের কি শেষ হবে না?

শিখাগো হে মার্কেটের দিন বুঝি

আজও শেষ হলো না!

আমাদের শ্রম শোষণ করছে – উন্নতরা;

ক পয়সা বা দেয় ! দিন রাত পরবাসে খাটি,

মাস শেসে মুজুরি এখাতে ওখাতে চলে যায়।

বছর বছর পারমিটের নামে টাকা গচ্ছা

পুলিশের হয়রানি।

আমাকে শোষণ করছে –

সামনে মুলো ঝুলায়ে।

মা পরবাসে আছি –

রাত দিন পরিশ্রম;

তবু নাকি কাজে ফাঁকি দিই –

মাস শেষে মাইনে কাটা যায়!

এই শোষনের কি শেষ হবে না? মা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here