মুস্তাক মুহাম্মদ এর মৌসুমী পাখি কবিতাগুচ্ছ – ২

0
1015

ফেরার অপেক্ষায়
মৌসুম শেষ , এবার যাবার পালা।
নিজ ভূমে মায়ের আঁচল তলে
কি যে সুখ ! আহা মরি মরি !
পরবাসে প্রতি মুহূর্তে
তোমার কথা মনে
তবু অস্থিরতা থাম না Ñ
ফেরার অপেক্ষায়।

মাকে মা ডাকার জন্য
এবার ঘরে ফেরার পালা
এক শীতের মৌসুম কাটায়ে গেলাম
ব- দ্বীপ বাংলাদেশে।
গলা ছেড়ে গান গেয়ে
পাতা ঝরা ডালে
কেটেছে দিনগুলো 
এখন নতুন পাতার কোমল রূপ
ছেনে রংধনু হোয়।
এমোন সময় একুশে ফেব্রুয়ারি বায়ান্নতে
তাজা তাজা নক্ষত্ররা ঝরে পড়ে
লাল লাল রক্তে বর্ণমালার অক্ষর হয়ে।
এখানেই পেয়েছি গলা ছেড়ে গাওয়ার ভাষা
এমন দেশে এমনি সুর ভেসে আসে।
এই সুরে গান গেয়ে
ডানা মেলে উড়ে যায় মায়ের কোলে
মাকে মা বলে ডাকার জন্য।

অকৃত্রিম বন্ধু বাংলাদেশ
স্মৃতির পালক ফেলে উড়ে যায় ডানা মেলে
আশ্রয়হীনের অভয়ারণ্য এক ব- দ্বীপ ছেড়ে।
একটা শীতের মৌসুম উষ্ণ মায়াবী আবেশে
বন্ধু হোয়ে পাশে রেখেছিলে বাংলাদেশ।
যদিও যাচ্ছি ফিরে বন্ধু
তবু রবে আমার হৃদয়ে চিরদিন।
ফ্রি মৌসুমে প্রজন্ম থেকে প্রজন্ম
তোমার আথিত্যে আসবে Ñ
আমার হৃদয়টি যে তোমার হেফাজতে।

বন্ধুরে মনে হলে
ডানা মেলে ফিরি
অতিথি পাখি
বন্ধু আমার বাংলাদেশ
শ্যামল ঘেরা স্বর্গের আবেশ।
বন্ধু তুমি রবে মনে
থাকি যেথা যেই বনে
তোমার কথা মনে হলে
খেলবে আমি পালক নেড়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here