মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ – ৩

0
527

ফিরবে না জেনেও প্রতিক্ষায়
শশীলতা এমন কেনো করলে তুমি বললে না
মায়ার বাধন ছিন্ন করলে এতো সহজে!
ভুল না হয় ছিলো বেশি আমার আকাশে
তোমার আকাশ ভরে ছিল নক্ষত্র –তারাতে;
সেই আলোতে ঘুচে দিতে ছায়ার ছলনে।
বেশতো আছো সুথে আছো দূর দেশেতে
ফিরবে না তুমি রাখবে না মাথা এই বুকেতে
তবু তুমি সুখে থেকো লক্ষ যোজন দূরেতে।
সুখে থেকো ভালো থেকো এই কামনা্য়
এক বুক কষ্ট নিয়ে আছি প্রতিক্ষায়।

ভালোবাসায় গড়া
রাতের তারা স্বাক্ষী ছিল স্বাক্ষী ছিল চাঁদ
এই বুকেতে থাকবে তুমি জীবনের বারো মাস।
ঊষাকালে ঝরে গেলো ভালোবাসার বকুল
শূন্য বুকে কেমনে থাকি- ভাঙা নদীর কূল।
সব স্মৃতি বিলীন হলোও থাকে ভালোবাসা
যা দিয়ে গড়া দুনিয়া- সৃষ্টি আদম -হাওয়া।
ব্যাথায় সুখে আছি
অভিমানী প্রিয়া অভিমান ভেঙে
ভালোবেসে ধরো না হাত
কেমনে লুকায়ে রেখোছো তুমি
ভালোবাসা- কোন্ গভীর খাত।
কষ্ট নদীতে সাঁতার কাটি
বিরহ যন্ত্রনায়
মরণ পারের ব্যাথাও যেনো
হার মেনে যায়।
বুঝেও তুমি অবুঝ কেনো
আমার বলো না
সুখ যদি পাও ব্যাথা দিয়ে
সে ব্যাথায় আছি সুখে।
ক্ষতি কি ছিলো
একটি বারো আমার কথা ভাবলে না
কেমন করে কাটবে আমার সকাল- দুপুর- রাত।
পূব –পশ্চিম সূর্য ঘোরে আপন গতিতে
আমার যেনো কিছুই হয় না কোনো কিছুতেই।

অভিমানে না হয় তুমি জ্বাললে এই আগুন
খুব শিঘ্রই আনতে পারতে বসন্ত- ফাগুন,
ফুলে ফুলে ভরে দিতে আমার শূন্য শাখ
ক্ষতি কি ছিলো নিতে যদি একটু বাক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here