মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন বেনাপোল বন্দরের এসিড দগ্ধ শ্রমিক ইয়াকুব

0
455

আরিফুজ্জামান আরিফ : মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন বেনাপোল বন্দরের এসিড দগ্ধ শ্রমিক ইয়াকুব।

গত ২০ শে এপ্রিল দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে আমদানীকৃত এসিড জাত ড্রাম খালাসের সময় এসিড দগ্ধের ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইয়াকুব (৪২) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান বলে জানা যায়।

ইয়াকুব বেনাপোল বন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সদস্য।সে বেনাপোলের পুটখালী ইউনিয়নের বৃত্তিআঁচড়া গ্রামের আমানত আলীর ছেলে।

জানা যায়, ২০ শে এপ্রিল আমদানীকৃত এসিড খালাসের সময় ড্রাম ফেটে ইয়াকুব ও আশরাফ নামে দুই শ্রমিক এসিড দগ্ধ হয়। তাদের কে প্রথমে যশোর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এসিড দগ্ধের ১৫ দিন পর ইয়াকুব মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here