মোটরসাইকেল নিয়ে দেশ ভ্রমণে অদম্য চার নারী

0
344

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ‘নারীর চোখে বাংলাদেশ’- দেশ ভ্রমণের মানষে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন অদম্য সাহসী চার নারী শিক্ষার্থী। উদ্দেশ্য বিভিন্ন স্কুলে গিয়ে নারীর ক্ষমতায়নের পাশাপাশি বাল্যবিয়ে, বয়ঃসন্ধিকাল, ইভটিজিং ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা।

চলার পথে ছোটখাটো সমস্যা হলেও জান্নাতুল, মানষি, আসমা আর সাদিয়ার মোটরসাইকেলে গতি কেউ থামাতে পারেনি।

ঢাকা ছাড়ার পর নড়াইল হয়ে শনিবার বিকালে যশোরে পৌঁছান তারা। এরপর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তারা তাদের স্বপ্নের কথা তুলে ধরেন।

রবিবার সকালে তারা মোটরসাইকেল যোগে  যশোর ছেড়ে সাতক্ষীরার উদ্দেশ্য রওয়ানা দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মাতকের ছাত্রী জান্নাতুল ফেরদৌস শোভা, ঢাকা মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্রী মানষী সাহা, সাফিয়া হক ও আসমা আক্তার ইডেন কলেজের ছাত্রী।

তারা দুটি মোটর সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে গত ৬ এপ্রিল যাত্রা শুরু করেছে ঢাকা থেকে। এরই মধ্যে তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল জেলা ঘুরে যশোর এসেছেন।

সাফিয়া হক বলেন, আমাদের নয় হাজার ৫শ সদস্যের ট্রাভেলেটস নামে গ্রুপ রয়েছে। গ্রুপের সব সদস্যই মেয়ে। আমরা নারীর চোখে বাংলাদেশ এই শিরোনামে পর্যটন মন্ত্রণলয়ের অনুমতি নিয়ে জেলায় জেলায় ঘুরছি।

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জরুরি বার্তা দিচ্ছি। বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে তাদের সচেতন করছি।

মানষী সাহা বলেন, বাংলাদেশ অনেক সুন্দর। যেখানেই যাচ্ছি- সেখানেই সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছেন। আমরা বিভিন্ন জেলায় গিয়ে দর্শনীয় স্থানগুলো দেখছি। স্থানগুলোর ছবি তুলছি। ইতিহাস-ঐতিহ্যের গল্প শুনছি। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা বাংলাদেশকে আরও আকর্ষণীয় করার জন্য এই বিষয়গুলোকে দেশ বিদেশে ছড়িয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here