যবিপ্রবিতে অস্ত্রগুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার হওয়া ছাত্রলীগের নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

0
392

বিশেষ প্রতিনিধি : যবিপ্রবি ক্যাম্পাস থেকে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগজিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইছাদ হোসেন গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুহাম্মদ জামিল আহম্মেদ বাদি হয়ে শুক্রবার রাতে সন্ধ্যারাতে মামলাটি দায়ের করেন। ইছাদ হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া যাদবপুর গ্রামের মোশারেফ হোসেন মাষ্টারের ছেলে।
এসআই মুহাম্মদ জামিল আহমেদ দায়েরকৃত এজাহারে বলেছেন, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমী ভবনের দ্বিতীয় তলার ২১৯,২২০,২২১,২২২ কক্ষের মাঝখানে লোবিতে অস্ত্রগুলি নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষতে অবহিত করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে কর্তব্যরত আনসার সদস্যকে জানিয়ে উক্ত স্থান হতে বিকেল পৌনে ৪ টায় ইছাদ হোসেনকে গ্রেফতার করে। পরে তার মাজায় গোজা অবস্থায় আমেরিকার তৈরী পিস্তল,৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। গ্রেফতার হওয়ার পর ইছাদ হোসেন পুলিশকে জানায়,গত আগষ্ট মাস থেকে তার দখলে উক্ত অস্ত্রগুলি ও ম্যাগজিন রয়েছে। সে ওই বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র ও শহিদ মশিউর রহমান হলের ৫০১ কক্ষে থাকেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, ইছাদ হোসেন ওই হলের ছাত্রলীগের সহ-সভাপতি। অস্ত্র মামলায় শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here