যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0
301

বিশেষ প্রতিনিধি: ‍শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুর ১২টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের গবেষণা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করণ করেন। পরে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবাল কবির জাহিদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নিদের্শনা) ড. মো. নাজমুল হাসান, পরিবহন প্রশাসক সুব্রত মন্ডল, ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত কুমার বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here