যবিপ্রবির উপাচার্যের সঙ্গে থমাস ক্যারলের সৌজন্য সাক্ষাৎ

0
576

বিশেষ প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র থেকে আগত বিশিষ্ট পরিসংখ্যান বিশ্লেষক ও সফ্টওয়্যার বিশেষজ্ঞ থমাস ক্যারল শ্যালি।শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে থমাস ক্যারল শ্যালিসহ তিন সদস্যের প্রতিনিধি দল অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। থমাস ক্যারল শ্যালি যবিপ্রবির গবেষণা সেলের ব্যবস্থাপনায় কৃষি গবেষণায় উচ্চতর পরিসংখ্যান বিশে−ষণের (আর প্রোগ্রাম) বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেবেন। ফার্মার টু ফার্মার নামের এই কর্মসূচিতে সহায়তা করছে বেসরকারি সংস্থা ইউএসএইড ও উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।

থমাস ক্যারল শ্যালিকে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। থমাসকে উদ্দেশ কওে অধ্যাপক আনোয়ার বলেন, সফটওয়্যার বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, কারিগরি জ্ঞানভিত্তিক এই ধরনের সফ্টওয়্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আত্মবিশ্বাস তৈরি এবং গবেষণায় বিশেষ ভূমিকা রাখবে। উপাচার্যের সঙ্গে সঙ্গে সাক্ষাতের সময় থমাস ক্যারল শ্যালি ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উপদেষ্টা ড. মো. সিরাজুল ইসলাম ও উইনরক ইন্টারন্যাশনেলের এ দেশীয় সহকারী পরিচালক ড. এস এম শামসুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here