যবিপ্রবির ৪০ তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত

0
447
????????????????????????????????????

বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪০ তম সভা গতকাল বৃহস্পতিবার সকালে ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব স্বপন ভট্টাচার্য্য, ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর চাচা জনাব শেখ কবীর হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুল্লা আল হাসান চৌধুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান জনাব এম. বজলুুল করিম চৌধুরী (অতিরিক্ত সচিব), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহী আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইকবল কবীর জাহিদ, বিজ্ঞান অনুষদের ডীন ড. জিয়াউল আমিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. সাইবুর রহমান মোল্যা, সরকারী এম. এম কলেজ, যশোর এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, যশোর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here