যবিপ্রবি ভিসিকে কর্মচারী সমিতির সংবর্ধনা

0
393

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সব কাজ সমান। কাজের কোনো ছোট-বড় নেই। সব ধরনের কাজ করলে সম্মান চলে যাবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। সকলে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় করা হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারীতে যবিপ্রবি কর্মচারী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষার আন্দোলন করতে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন। তাঁকে মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নেওয়ার কথা বললেও তিনি তা করেননি। সুতরাং বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে, তাঁর রেখে যাওয়া কাজ আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুল আলম রনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। সংবর্ধনা সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফারহানা পাভরীন ও এস এম রাজু আজমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here