যশোরে আইনজীবী সমিতির নির্বাচন: ইসহক-চুন্নু প্যানেলের পরিচিতি সভা

0
241

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ইসহক-চুন্নু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইজীবী দেবাশীষ দাস। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাধারন সম্পাদক আমিনুর রহমান।
সভায় বক্তারা বলেন, এখন আর বিভেদ মনে রাখার সময় নেই। নিজেদের মধ্যে যা ভুলবোঝাবুঝি ছিলো সেগুলে ভুলে যেতে হবে। একসাথে কাজ করতে হবে। বক্তারা ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান। সভা শেষে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয় ।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জাফর সাদিক, মোহাম্মদ ইসহক, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, এমএ লতিফ, এমএ গফুর, আর এম মঈনুল হক ময়না, মোস্তফা মন্টু প্রমুখ।
জাতীয়তাবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ ইসহক, সহসভাপতি পদে আব্দুল লতিফ ও মনজুর কাদির আশিক, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ লতা, সহকারী সম্পাদক পদে জুলফিকার আলী জুলু ও রেহেনা পারভীন, গ্রন্থাগার সম্পাদক পদে মকবুল হোসেন। সদস্য পদের প্রার্থীরা হলেন মাহমুদা খানম, রাজিব হোসেন, সাবিহা সুলতানা, সেলিম রেজা ও আবুল ফয়েজ।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।