যশোরে হত্যাসহ সাত মামলার আসামী সন্ত্রাসী অপুকে গলা কেটে হত্যা

0
121

নিজস্ব প্রতিবেদক : যশোরে হত্যা মামলার আসামি আশিকুর রহমান অপু (২৭) নামে এক সন্ত্রাসীকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।

অপু খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

পুলিশ জানায়, অপু রিক্সা যোগে বড় বাজার যাওয়ার পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন অজ্ঞাতনামা আসামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। অপুকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের একটি প্রাইভেট ক্লিনিকে এগারটার দিকে মারা যান।

উল্লেখ্য যে, ডিসিস্ট অপু মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, মাদক, দ্রত বিচারসহ ০৭টা মামলা রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। গলার অনেকাংশ অংশ কাটা। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিলো।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকের পুলিশ অভিযানে আছে।