ফ্যামিলি কার্ডের মাধ্যমে মিলবে রবিবার থেকে
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরেও আগামীকাল (রবিবার) থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবরাহ করা হবে। বাজার মূল্যের বিষয়টি মাথায় রেখে সরকার সারাদেশে টিসিবির মাধ্যমে নির্ধারিত মূল্যে তেল, ডাল ও চিনি বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে যশোরে একলাখ ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি ম‚ল্যে দুই দফায় এ টিসিবির পণ্য দেয়া হবে।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
তিনি জানান, জেলার ৮ উপজেলায় রোববার সকাল ১০টায় ৩২ জন ডিলারের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিন ৩০ হাজার ৮৫০ জন পণ্য ক্রয় করতে পারবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত একলাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। একইভাবে রমজানের মাসেও দ্বিতীয়বার টিসিবির পণ্য বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ প্রমুখ।