যশোরের পল্লীতে চাঁদার দাবিতে হামলা টাকা লুটের ঘটনায় মামলা

0
378

বিশেষ প্রতিনিধি: সদর উপজেলার পল্লীতে এক ব্যক্তির নিকট ১লাখ টাকা চাঁদা দাবি করে চিহ্নিত সন্ত্রাসীরা গতিরোধ করে মারপিট পূর্বক নগদ ৫০ হাজার টাকা কেড়ে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। এ ঘটনায় ৩ চাঁদাবাজের বিরুদ্ধে কোতয়ালি থানায় নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার কামালপুর সূতীঘাটা গ্রামের আবুল কাশেমের ছেলে নয়ন ওরফে ভূষ নয়ন,একই গ্রামের ইসলামের ছেলে আমিন ও খরিচাডাঙ্গা গ্রামের বড় কুদার ছেলে জামালসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন।
সদর উপজেলার খরিচাডাঙ্গা গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুল মালেক কোতয়ালি থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করে বলেছেন,তারা সন্ত্রাসী,চাঁদাবাজ। এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। তার ছেলে  লিটন মালয়েশিয়ার প্রবাসী। সন্ত্রাসী দূর্বৃত্তরা মালেকের কাছে র্দীঘদিন যাবত ১লাখ টাকা  চাঁদা চেয়ে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসী চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১জুন রাতে আব্দুল মালেক সূতী ঘাটা বাজার থেকে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ৯ টায় খড়িচাডাঙ্গা গ্রামের রোস্তমের পুকুরের পাড়ে ফাঁকা জায়গায় পৌছালে উল্লেখিত চাঁদাবাজরা তাদের পথের গতিরোধ করে। তার কাছে পূর্বের দাবিকৃত ১লাখ টাকা চাঁদা চায়।  এক পর্যায় এলোপাতাড়ীভাবে মারপিট করে কাছে থাকা  চাঁদা সরুপ নগদ ৫০ হাজার টাকা কেড়ে বাকী ৫০ হাজার টাকা ১৫ দিনের মধ্যে দেওয়ার কথা জানিয়ে হুমকী দেয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here