যশোরের শার্শা উপজেলায় অস্ত্র বোমাসহ ৫ ডাকাত গ্রেফতার

0
331

বিশেষ প্রতিনিধি: যশোর শার্শা উপজেলা থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি তাজা বোমা, ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বনমান্দার গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আলী হোসেন (৪২), ঝিকরগাছা উপজেলার বল্লাহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৭), মৃত হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০), সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন টগর (২২) ও আয়ুব আলীর ছেলে ফারুক হোসেন (২২)।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, উপজেলার নিজামপুর ইউনিয়নের কানাই নগরে শনিবার রাতে প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ির ক্লপসিবল গেটের তালা ভেঙে ডাকাতেরা ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে নগদ ১ লাখ টাকা, ১ জোড়া চুড়ি, ১ জোড়া কানের দুল ও ১টি চেইনসহ মোট দেড় ভরি স্বণালংকার্র, ১টি ট্যাব, ৪টি মোবাইল, ৩টি পাসপোর্ট ও ৫টি জমির দলিল লুট করে নিয়ে যায়।এঘটনায় জাহাঙ্গীর আলমের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে ওই রাতেই শার্শা থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় রবিবার দিন হতে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here