যশোরে৬ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

0
541

বিশেষ প্রতিনিধি : পূর্বের শত্রুতার কারনে চিহ্নিত সন্ত্রাসীরা সদর উপজেলার নরেন্দ্রপুর দফাদার ব্রিকসের সামনে তিন যুবককে মারপিট পূর্বক নগদটাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার নরেন্দ্রপুর দফাদারপাড়ার মৃত হানেফ দফাদারের ছেলে ফসিয়ার দফাদার,মৃত নওশের আলী দফাদারের ছেলে হাবিবুর রহমান,মৃত আনোয়ার দফাদারের ছেলে মিঠু দফাদার,ভূট্টো দফাদার,চাউলিয়া শুভেচ্ছা হলের সামনে মৃত ইসমাইল হোসেনের ছেলে বিপ্লব হোসেন ও গোপালপুর গ্রামের মৃত সিরাজ দফাদারের ছেলে নুরুজ্জামান ওরফে নুরু হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৭জন।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্ব পাড়ার হাসান আলী মোল্যার ছেলে মারুফ হোসেন কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, উল্লেখিত আসামীদের সাথে তার পূর্ব শত্রুতার জের চলে আসছে। গত ৩১ ডিসেম্বর সকালে মারুফ হোসেন একই এলাকার সেলিমের ছেলে শাকিল হোসেন ও মৃত ইংগুলের ছেলে ইউসুফ আলীর সাথে ছিলুম বাড়িয়া গ্রাম থেকে নিজস্ব কাজ সেরে বাড়ি ফিরছিল। ওই দিন সকাল ১০ টায় নরেন্দ্রপুর দফাদার ব্রিকস এর সামনে পৌছালে উল্লেখিত আসামীরা তার পথের গতিরোধ করে। পরে ফসিয়ার দফাদারের হুকুমে আসামীরা তাকে মারপিট করে কাছে থাকা ৩৭ হাজার ৫শ’ ৭০ টাকা কেড়ে নেয়। সাথে থাকা শাকিল ও ইউসুফ আলীকে হাবিবুরের ইটভাঠার মধ্যে নিয়ে শাকিলের কাছে থাকা নগদ ৪৫০ টাকা ও একটি ১৭ হাজার মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে মারপিট করে। ইউসুফ আলীকে মারপিট করে প্রাননাশের হুমকী দিয়ে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here