যশোরে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

0
153

নিজস্ব প্রতিবেদক : যশোরে গত ২৪ ঘন্টায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার (২১ জানুয়ারি ২০২২) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এই তথ্য জানা যায়।

এছাড়া জিনোম সেন্টারে মাগুরার ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের ও নড়াইলের ৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা পজিটিভ এবং ২৭২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।