যশোরে এক যুবকের শরীরে চিকনগুনিয়া রোগ সনাক্ত

0
374

বিশেষ প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা বেজপাড়ার তালতলা মোড়ের সাধন গাঙ্গুলি (৪৩) ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি প্রচন্ড জ্বর ও গায়ে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। রোগীর রক্তের নমুনা রাজধানীর আইসিডিডিআরবিতে পরীক্ষা শেষে যশোর হাসপাতালে তার রিপোর্ট আসলে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত হন।
জানাগেছে,সাধন গাঙ্গুলি যশোর শহরের বেজপাড়ার তালতলা মোড় এলাকার তারাপদ গাঙ্গুলির ছেলে। এগারো দিন আগে প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। সাথে গায়ে ও শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করলে ডাক্তারের স্মরণাপন্ন হন। যশোরের বিশেষজ্ঞ চিকিৎসক মুশফিকুর রহমান যশোর ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তির পরামর্শ দেন। গত ৪ জুলাই হাসপাতালে ভর্তি হলে মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম কুমার ঘোষ তাকে ব্যবস্থাপত্র দেয়া শুরু করেন। এক পর্যায়ে চিকুনগুনিয়ার লক্ষণ বুঝতে পেরে তিনি রোগীর রক্তের নমুনা রাজধানীর আইসিডিডিআরবিতে পরীক্ষার জন্য স্বজনদের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মতে গত ৫জুলাই স্বজনরা রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করেন। সেখান থেকে গত ১০ জুলাই যশোর রক্তের নমুনার প্রতিবেদন আসলে ‘চিকুনগুনিয়া’ বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত হন। পরে তাকে মডেল ওয়ার্ডের কেবিনে নিবিড় চিকিৎসার ব্যবস্থা করা হয়।এদিকে হাসপাতালের মেডিসিন বিভাগের কয়েকজন রোগী এ রোগের বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে উৎকন্ঠা সৃষ্টি হয়। এ ব্যাপারে চিকিৎসক গৌতম কুমার ঘোষ বলেন, এখন পর্যন্ত ‘চিকুনগুনিয়া’ রোগ পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা গেলেও রোগের চিকিৎসা আবিস্কার হয়নি। তবে এটি ডেঙ্গুর মত এডিস মশা বাহিত রোগ। বিশেষ ব্যবস্থায় এই রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here