যশোরে এ্যাসিড দগ্ধে শ্রমিক জিবণের সাথে যুদ্ধ করছে

0
390

নিজস্ব প্রতিবেদক : যশোরে ইয়াকুব আলী (৩২) নামে এক শ্রমিক এ্যাসিড দগ্ধ হয়ে জিবণের সাথে যুদ্ধ করছে। আহত ইয়াকুব যশোর বেনাপোল পুটখালি বৃত্তিআচড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এসময় একই এলাকার খড়ীডাঙ্গা গ্রামের মফিজ আলীর ছেলে আজাদ আলী (৩৫) দগ্ধ হয়।

ভুক্তভোগি ও স্হানিয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শ্রমিক ইয়াকুব ও আজাদ, বেনাপোল আমদানি রফতানি কারক মালামাল রাখার গোডাউনের সেডে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত একটি এ্যাসিডের ড্রাম হাত থেকে নিচে পড়ে তারা এ্যাসিড দগ্ধ হয়। এতে ইয়াকুবের সমস্ত শরির ঝলসে যায় ও আজাদের দু’চোখে এ্যসিড দগ্ধ হয়।

স্হানিয়রা তাদের উদ্ধার করে রাতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সার্জারি বিভাগে ডাঃ অহেদুজ্জামান আজাদ আবস্হা গুরুতর হওয়ায় রাত পৌনে ১১টায় তাদেরকে ঢাকা হাসপাতালে রেফার করেন। এবং জানান আজাদ আশংকামুক্ত হলেও ইয়াকুবের অবস্হা আশংকামুক্ত নয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here