যশোরে কোমল পানীয়র সাথে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা

0
498

বিশেষ প্রতিনিধি : পাওনা টাকা আনতে গিয়ে কৌশলে কোমল পানীয়র সাথে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার বানিয়ালি গ্রামের লিটন হোসেনের স্ত্রী মোছাঃ কমেলা বেগম, লিটন হোসেনের ছেলে মো: শিপন ও মৃত মমিন বিশ্বাস মনি’র ছেলে মো: লিটন।
যশোর সদর উপজেলার বানিয়ালি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: আলী আকবার বাদি হয়ে আদালতে অভিযোগ দায়ের করে বলেন, তার ভাই মোঃ শুকুর আলীর নিকট হতে মোছাঃ কমেলা বেগম ৫লাখ ৫০ হাজার টাকা ধার নেয়। এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও আসামীরা নানা তালবাহনা করতে থাকে। গত বছর ২৮ আগষ্ট রাত আনুমানিক ৮ টায় শুকুর আলী কমেলা বেগমের বাড়িতে টাকা চাইতে যায়। সেখানে পরস্পর যোগসাজস করে কোমল পানীয় স্পিডের সাথে বিষ প্রয়োগ করে তাকে খেতে দেয়। না বুঝে শুকুর আলী এক কুলি পান করে বিষ বুঝতে পারলে আসামীরা জোরপূর্বক বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে দেয়। কমেলা বেগম শুকুর আলীর বাড়িতে এসে অসুস্থ্যতার খবর দেয়। বাদিসহ তার পরিবারের লোকজন দ্রুত কমেলা বেগমের বাড়িতে যাওয়ার সাথে সাথে অসুস্থ্য শুকুর আলী কোমল পানীয় স্পিডের সাথে বিষ খাওয়ানোর বিষয়টি জানায়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে দেয়া হয়। ওই রাতে ভর্তির কিছুক্ষন পর শুকুর আলী মারা যায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here