যশোরে কৌশলে মাদক চালিয়ে দেওয়ার অপচেষ্টায় ব্যর্থ এসআই মাহবুবুর রহমান ক্লোজড-video

0
581

নিজস্ব প্রতিবেদক, যশোর : ঈদ উপলক্ষ্যে তল্লাশীর নামে কৌশলে মাদক দিয়ে ধরার চেষ্টার অপকৌশল ফাঁস হয়ে পড়লে জনরোষে পড়ে পালিয়েছে কোতয়ালি মডেল থানার এসআই মাহবুবুর রহমান। পরে তাকে শনিবার রাতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এসআই মাহবুবুর রহমান ক্লোজড হওয়ায় গোটা জেলা পুলিশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


যশোর শহরের মাইকপট্টি বাগমারা এলাকার অসীম কুমারের ছেলে সুব্রত জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ১০ টায় সুব্রত ও তার বন্ধু একই এলাকার শরীফের ছেলে শৈশব মোটর সাইকেল যোগে শহরের রেল রোডস্থ সোনালী ব্যাংক সংলগ্ন চৌরাস্তা মোড় দিয়ে যাচ্ছিল। হঠাৎ সাদা পোশাকে কোতয়ালি থানার এসআই মাহবুবুর রহমান ও তার বিশ্বস্ত সোর্স বকচর এলাকার সাগর মোটর সাইকেলের গতিরোধ করে। গতিরোধ করে এসআই মাহবুবুর রহমান সুব্রত ও শৈশবের শরীর তল্লাশী চালানোর এক পর্যায় কৌশলে গাঁজার পুরিয়া/ ইয়াবা দেওয়ার চেষ্টা করে। সুব্রত ও শৈশব টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরা এগিয়ে আসে। এসআইয়ের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। জনরোষে পড়েন এসআই মাহবুবুর রহমান। এসআই মাহবুবুর রহমান জনরোষে পড়ার সুযোগে সোর্স সাগর দ্রুত সটকে পড়ে। এসআই মাহবুবুর রহমান সুব্রত ও শৈশবের মোবাইল ভেঙ্গে দেয়। তাদের মোটর সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। জনরোষে পড়া এসআই মাহবুবুর রহমান তার ব্যক্তিগত মোবাইলে থানা কর্তাকে বিষয়টি জানালে থানা থেকে টহল ডিউটিতে থাকা এসআই মোকলেছুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এর পর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা,পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার,পুলিশ পরিদর্শক অপারেশন সামছুদ্দোহাসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের উপস্থিতির এক পর্যায় এসআই মাহবুবুর রহমান সেখান থেকে তার মোটর সাইকেল নিয়ে কোতয়ালি থানায় চলে যান। জনরোষে পড়ার খবর পেয়ে পুলিশ সুপার ওই রাতে এসআই মাহবুবুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজডের আদেশ দেন। ক্লোজডের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তাব দেওয়া হবে বলে সাংবাদিকদের পুলিশ সুপার জানান। শনিবার রাত থেকে পুলিশের ন্যাক্কারজনক কর্মকান্ড গোটা শহরের ছড়িয়ে পড়ে। গোটা শহর থেকে ছড়িয়ে পড়ে পুলিশের মাদক দিয়ে ধরা অপচেষ্টার কাহিনী। রোববার সকাল থেকে কোতয়ালি থানায় কর্মরত অন্যান্য এসআই,এএসআই ও জেলায় বিভিন্ন থানায় কর্মরত এসআই ও এএসআইগণ সংবাদ জানতে পেরে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। জনরোষে পড়ার আশংকা পড়ার ভয়ে অনেকে তাদের অদম্যগতি কমিয়ে দিয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here