যশোরে গৃহবধূর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলা

0
384

বিশেষ প্রতিনিধি : রজন নামে এক লম্পট গৃহবধূ মর্জিনা খাতুন রানু কে খারাপ কাজের উদ্দেশ্যে জাপটে ধরার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সে যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর মৃত মাহামুদ চৌধুরীর ছেলে।
বেজপাড়া বিহারী কলোনীর পারভেজ আলমের স্ত্রী মর্জিনা খাতুন কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, রজন নেশাখোর ও খারাপ প্রকৃতির লোক। বিগত ৬ মাস যাবত গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজী না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে সুগোর খুঁজতে থাকে। গত ২৫ জুলাই দুপুর সোয়া ১ টায় গৃহবধূ নিজ বাড়িতে রান্না করা কালে লম্পট রজন কৌশলে ঘরে ঢুকে। রান্না ঘরে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করলে বাধা দিলে মারপিটের এক পর্যায় জাপটে ধরে। গৃহবধূ চিৎকার দিলে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে রজন ছেড়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লম্পটকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here