যশোরে গৃহবধূ ও তার ছেলেসহ তিনজনকে অপহরণ পূর্বক টাকা নেওয়া অভিযোগে মামলা গ্রেফতার-৩

0
405

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে জজকোর্টের সামনে থেকে এক গৃহবধূ তার শিশু বালক ও এলাকার এক যুবককে অপহরণ পূর্বক টাকা নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন দূর্বৃত্তকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের পুরাতন কসবা নিরিবিল রোড কসবা ইউনুসের ছেলে জুয়েল,বেজপড়া পেয়ারী মোহন রোডের মনিরুল হকের ছেলে লিটন,নিরিবিলি পুরাতন কসবার গোলাম মোস্তফার ছেলে জয়নাল।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নুর ইসলাম কোতয়ালি থানায় বৃহস্পতিবার এজাহার দায়ের করেন। এজাহারে বলেছেন, গত ১৯ ফেব্রুয়ারী তার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম ও ছেলে রাব্বি ইসলাম (৯) যশোর জর্জকোটে একটি মামলা সংক্রান্ত কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বাহির হয়। বিকেল ৪ টায় জজকোটের সামনে মুজিব সড়কে পৌছালে অজ্ঞাতনামা ৭/৮জন দূর্বৃত্তরা ফাতেমা ও তার ছেলে বহনকারী নিজস্ব মোটর সাইকেল ফ্রিডম (যশোর হ-১২-১১১৮) একই এলাকার ওলিয়ার নিয়ে যাওয়ার এক পর্যায় অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে পুরাতন কসবা নিরিবিলি এলাকার বাহাই কেন্দ্র নামক বাড়ির পাশে একটি ঘরে আটকে রেখে তাদের মুক্তিপণ দাবি করে স্ত্রীর মোবাইলে বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা বের করে নেয়। পরবর্তীতে নন জুডিশিয়াল ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর করে ওই দিন সাড়ে ৩ ঘন্টা পর ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় ফ্রিডম মোটর সাইকেল ছাড়ানোর জন্য ১লাখ টাকা দাবি করে। ফাতেমা তার স্বামীকে জানান,দূর্বৃত্তরা পরস্পর একজন অপরজনকে লিটন,জয়নাল,জুয়েল,শিমুল,ঋতু,স্বপন বলে ডাকাছিল। বিষয়টি থানা পুলিশকে জানানোর ফলে কোতয়ালি থানার এসআই আমির হোসেন বৃহস্পতিবার উল্লেখিত তিনজনকে গ্রেফতার করে। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here