যশোরে চানাচুর কারখানায় ভ্রাম্যমান আদালত ,২০ হাজার টাকা জরিমানা

0
380

বিশেষ প্রতিনিধি : যশোর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি চানাচুর কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বুধবার বেলা ১২টার দিকে শহরের বকচরে অবস্থিত ‘চৌধুরী ফুড প্রোডাক্টের’ কারখানায় এই জরিমানা করেন। এই কারখানায় জনপ্রিয় রানি চানাচুর’ তৈরি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রানি ব্রান্ডের চানাচুর তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির পরিবেশ, ট্রেডমার্ক ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শকের ছাড়পত্র নেই। ফায়ার সার্ভিসের ছাড়পত্র থাকলেও তা মেয়াদোত্তীর্ণ। এই অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার আইনুল হককে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here