যশোরে চালককে অচেতন করে প্রাইভেট কার নিয়ে পালিয়েছে

0
357

বিশেষ প্রতিনিধি: ঢাকা বনানী এলাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে যশোর এসে চালককে জুসের সাথে অচেতন করা দ্রব্য পান করিয়ে প্রাইভেট কার নিয়ে পালিয়েছে এক প্রতারক । এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
কোতয়ালি মডেল থানার এসআই হায়াৎ মাহমুদ জানান,৭ জুলাই রাতে ঢাকা বনানী থেকে সিলভার রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-২৮-০০৮৪) দুই দিনের জন্য ভাড়া নিয়ে যশোর আসে এক প্রতারক। প্রাইভেট কারের চালক চাঁদপুর জেলার ফরিদ গঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সালাউদ্দিন (১৮)কে দুই দিনের জন্য যশোর শহরের রেলষ্টেশন সংলগ্ন রেলরোড আবাসিক হোটেরল শাহনাজে এসে উঠেন। ভোররাতে প্রাইভেট কারটি আবাসিক হোটেলের সামনে রাখার পূর্বে চালককে প্রতারক ব্যক্তি জুসের সাথে অচেতন করা দ্রব্য মিশিয়ে পান করতে দেয়। জুস খাওয়ার পর চালক সালাউদ্দিন আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। তাকে প্রতারক ব্যক্তিটি আবাসিক হোটেলের ম্যানেজার না থাকার সুযোগে নৈশ্যপ্রহরীর সাথে যোগাযোগ করে হোটেলের একটি কক্ষে অসুস্থ্য চালককে তুলে। হোটেলের কক্ষে চালক সালাউদ্দিনকে রেখে প্রতারক সামনে থাকা প্রাইভেট কার নিয়ে ভোররাতে চম্পট দেয়। পরবর্তীতে হোটেলের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকা প্রাইভেট কারের চালককে পড়ে থাকতে দেখে হোটেলের কর্মচারীরা সকালে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে থানা পুলিশকে খবর দিলে থানা থেকে এসআই হায়াৎ মাহমুদসহ একদল পুলিশ আবাসিক হোটেল ও হাসপাতালে চালক সালাউদ্দিনের কাছে যান। উক্ত এসআই জানান,৮ জুলাই ভোর রাতে আবাসিক হোটেলে কোন ম্যানেজার ছিলেন না। হোটেলের নৈশ্য প্রহরী কক্ষ বুক দিলেও প্রতারক ব্যক্তির নাম হোটেলের খাতায় অর্ন্তভূক্ত করেনি। প্রাইভেট কারের মালিক যশোরের শার্শা উপজেলার হাসান সাহিদ বলে জানাগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাইভেট কার উদ্ধার হয়নি। চালক সালাউদ্দিন কিছুটা সুস্থ্য হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here