নিজস্ব প্রতিবেদক : ইডেন কলেজসহ সারাদেশে ছাত্রলীগের চাঁদাবাজি, সিট বাণিজ্য, মাদক ব্যবসা, ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোসহ নানা অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সোমবার ভোর ৬টার দিকে সদরের বসুন্দিয়া বাজারে সংগঠনটির জেলা শাখার পূর্ব শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে কলেজগুলোতে ছাত্রলীগের চাঁদাবাজি, সিট বাণিজ্য, মাদক ব্যবসার মহাউৎসবে রুপ দিয়েছে। একইসাথে ছাত্রীদের দিয়ে অনৈতিক কাজে বাধ্য করানো হচ্ছে। তার প্রমাণ ইডেন কলেজে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ। তাই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি আশিকুল্লাহ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সত্যাতা নিশ্চিত করে বলেন, ভোরে বাজারে আকস্মিকভাবে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। কয়েকমিনিট মিছিল করে তারা পালিয়ে যায়।