যশোরে টিসিবি’র পন্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রিতে প্যাকেজ সিস্টেম চালু করায় ভোক্তা সাধারণ বঞ্চিত হওয়ার অভিযোগ

0
450

বিশেষ প্রতিনিধি: পবিত্র রজমান উপলক্ষে টিসিবি’র মাধ্যমে সরবরাহকারী ডিলারের বিরুদ্ধে চরম অনিয়মসহ বহুবিধ অভিযোগ উঠেছে। সরকারী ন্যায্য মূল্যে ভোক্তা সাধারণ পন্য সামগ্রী পাওয়ার নিয়ম থাকলেও এখানে উল্টো সিস্টেম চালু করা হয়েছে। ভোক্তাদের বঞ্চিত করার জন্য ডিলারগন কৌশল নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে,যশোর শহরে টিসিবি’র মাধ্যমে পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান আতিকুর রহমান আতিক ডিলারের ভূমিকা পালন করতে দেখা গেছে। প্রতিদিন টিসিবি’র পন্য সরবরাহকারী ডিলার আতিক তার পন্য সামগ্রী সরকারী গোডাউন থেকে উত্তোলণ করে ট্রাকের পাশে লাল কাপড়ে সরকারী ন্যায্য মূল্য লিখে ব্যানার ঝুলিয়ে রেখেছে। সে কৌশল হিসেবে যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান নিয়ে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে। জেলা প্রশাসক মহোদয় ও সরকারী কর্তাদের খুশি রাখতে সে কৌশলের পাশাপাশি টিসিবি’র পন্য প্যাকেজ সিস্টেমে বিক্রি করছে। আর এই প্যাকেজ সিস্টেমে বিক্রির কারনে ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে না। তার কারন ভোক্তাদের প্রয়োজন শুধু মাত্র একটি কিংবা দু’টি পন্য। অথচ ডিলার আতিক তার পন্য সামগ্রী প্যাকেজ অর্থাৎ ৯২৫ টাকায় তেল,চিনি,ডাল ও ছোলা বিক্রি করছে। বৃহস্পতিবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে প্যাকেজ সিস্টেমে টিসিবি’র পন্য বিক্রি করতে দেখা গেছে। অথচ সরকারের মহতী উদ্যোগকে ভূলুন্টিত করতে সে প্যাকেজ সিস্টেম চালু করে কালো বাজারে সরকারের পন্য উত্তোলন করে বিক্রি করার হচ্ছে। প্যাকেজ সিস্টেম চালু করে ভোক্তাদের বঞ্চিত করে নিজে লাভবানের সুযোগ সৃষ্টি করতে বলে অভিযোগ করেছে ভোক্তা সাধারণ । যশোর কালেক্টরেট চত্বরে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রির সময় ডিলার আতিক উপস্থিত ছিলেন। সূত্রগুলো বলেছে,যশোর শহরের সব ক’টি স্পটে আতিক ডিলারের পন্য সরবরাহকারী ট্রাক দেখা যায়না। তবে দুপুরের অধিকাংশ সময় যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান নিতে দেখা গেছে। প্যাকেজ সিস্টেম চালু করায় ডিলার আতিক অধিক লাভবান হওয়ার সুযোগ পেয়েছে বলে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকারের উধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের ভোক্তা সাধারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here