যশোরে ট্রাকর ধাক্কায় থ্রি হুইলার এক যাত্রী নিহত আহত তিনজন

0
349

বিশেষ প্রতিনিধি : যশোরে ট্রাকের ধাক্কায় সিএন্ডজি চালিত থ্রি হুইলার ও ট্রাকের সংঘর্ষে জিএম আব্দুস সামাদ (৪৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার পশ্চিম খোর্দ গ্রামের মৃত আফিল উদ্দিন গাজীর ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত তিনজনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মৃত ইবাদত আলীর ছেলে শামছুর রহমান কিনা (৬০), একই এলাকার রায়পটল গ্রামের হাবিবুরের ছেলে আলামিন (২৪) ও মনিরামপুরের মুড়াগাছা গ্রামের সিদ্দীক মিয়ার ছেলে আক্তারুল ইসলাম (৩০)।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আব্দুস সামাদ, শামছুর, আলামিন, আক্তারুলসহ ১১জন যাত্রী সিএনজি থ্রি হুইলারযোগে ঝিকরগাছা থেকে বাঁকড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের হাজিরবাগ নামকস্থানে পৌছালে যশোরমুখী একটি ট্রাকের সাথে থ্রি হুইলারের ধাক্কা লাগে। এতে সিএনজি যাত্রী সকলেই গুরুতর জখম আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আব্দুস সামাদ, শামছুর, আলামিন, আক্তারুলকে ওইরাতেই যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের অবস্থা আশংকাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here