যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ঘের ব্যবসায়ীর ঘরে আগুন ও মাছের ঘেরে বিষ

0
677

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ঘের ব্যবসায়ীর ঘরে আগুন ও মাছের ঘেরে বিষ দিয়েছে প্রতিপক্ষ। তাতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১ এপ্রিল সকাল ১০টায়। সরেজমিনে গেলে জানা যায় ঝিকরগাছা উপজেলার উজ্জল পুর গ্রামের বাগের মোড় থেকে মুক্তিযোদ্ধা মাদ্রসা পর্যন্ত নতুন পাকা রাস্তার কাজ শুরু হয়। ওই রাস্তার কাজে ঠিকাদার নিম্ন মানের ইট ফেলে লেবার দিয়ে খোয়া ভাঙ্গাতে শুরু করলে বিষয়টি এলাকাবাসির চোখে পড়ে। এক পর্যায়ে ওই গ্রামের আলহাজ মশিয়ার রহমানের ছেলে ইছা রহমান লেবার দের খোয়া ভাঙ্গতে বাধা দেয়। এক পযায়ে কথা কাটা কাটির মধ্যে দুই জনে হাতা হাতি করে। তার জের ধরে করিম ক্ষিপ্ত হয়ে তার লোক জনকে ডেকে এনে তার উপর চওড়া হয় । এই সময়ে প্রণের ভয়ে ইছা স্থান ত্যাগ করে। তারা ইছাকে হাতে না পেয়ে এক নরকিয় কান্ড ঘটায়। তারা ইছার ঘরে যায় সেখানে ঘরে আগুন ধরিয়ে দেয়। লোকজন আগুণ নিভাতে এগিয়ে আসলে তারা বাধা দেয়। তাতে ঘরে থাকা মাছের খাদ্য খৈল, ইউরিয়া সার, টিভি, সৌর বিদ্যুৎ, ফ্যান সহ ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘরের পাশ্বে থাকা মটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাতে ও ক্ষান্ত হয়নি তারা ্ওইরাতে তার ১০ একর জমির উপর দুইটি মাছের ঘেরে বিষ দিয়ে ২০ লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মেরে করে দিয়েছে বলে ইছা যানান। সরেজমিনে গেলে, ঘটনার সত্যতা পাওয়া যায় একাধিক ব্যক্তির কাছ থেকে। এই ঘটনার সংবাদ পেয়ে বাকড়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে আসেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here