যশোরে দুটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা আদায়

0
411

বিশেষ প্রতিনিধি : যশোরে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি ক্যান্টিন ও একটি ভ্যারাইটি স্টোরে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তাধিকার সংরক্ষণের সহকারি পরিচালক মো. সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।
মো. সোহেল শেখ সাংবাদিকদের বলেন, বাজারতদারকি সংস্থা মনিহার সিনেমা হলের তৃতীয়তলায় ডিসি ক্যান্টিনে অভিযানকালে দেখতে পান, শেখানে নোংরা পরিবেশ, বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ কোমল পানিয় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা হয়েছে। বিভিন্ন পণ্যের নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে। এসময় আদালত প্রতিষ্টানটির মালিক এবিএম কামরুজ্জামনকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া, বেজপাড়া রানার অফিসের সামনে কমলা ভ্যারাইট স্টোরে দেখতে পান মেয়াদোত্তীর্ণ কমল পানি ও কসমেট্রিকস সংরক্ষণ করে তা বাজারজাত করছে। এসময় একই আইনে একই ধারায় প্রতিষ্টানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। তিনি আরও জানান অভিযান চলাকালে এসময় ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সদরদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here