যশোরে নবান্ন উৎসব অনুষ্ঠিত

0
342

নিজস্ব প্রতিবেদক : পহেলা অগ্রাহায়নে যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে নবান্ন উৎসব। এ বুধবার সকালে এ উপলক্ষে কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয় র‌্যালি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষর্থী,প্রশাসনের কর্মকর্তাসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন এই র‌্যালিতে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এ সময় শিক্ষার্থীরা খালি গলাই পরিবেশন করে সঙ্গীত। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজায়ে রাব্বী,উপজেলা নির্বহী কর্মকর্তা আসিনুজ্জামান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সাংক্তৃতিক ব্যক্তিত্ব ডিএম শাহিদুজ্জাম, ড.শামিম আহসান সবুজ, সম্মিলনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মিকির কান্তি সরকার,জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক ও ছড়াকার সাজ্জাদ গনি খাঁন রিমন, শিক্ষার্থী সিনথিয়া প্রমুখ। এ সময় জেলা প্রশাসক আসরাফ উদ্দিন বলেন বাঙালির অন্যতম উৎসব নবান্ন। নতুন ধান কাটাকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসব হয়ে থাকে। শহরের বসে এ উৎসবের সঙ্গে সস্পৃক্ত হওয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন। তিনি বলেন এখন বাঙালির ধান কাটার উৎসব শুর। কৃষক এ সময় মূলত আমন ধান কেটে ঘরে তোলে। আর একে কেন্দ্র করে উদযাপিত হয় শস্যভিত্তিক লোকউৎসব নবান্ন। গ্রামবাংলার সেই চিরচেনা ‘নবান্ন উৎসব’ এ শহরবাসীও মেতে উঠছে।
এ সময় নেতৃবৃন্দ নবান্ন উৎসবকে আরও সার্বজনীন করার জন্য ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here