যশোরে পকেটে গাজা ঢোকাতে গিয়ে দারোগা কন্সটেবল ও দালাল গণধোলাইয়ের শিকার

0
6081

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় মোজাফ্ফর হোসেন (৪০) নামের এক নিরীহ কৃষকের পকেটে জোরপূর্বক গাজা ঢোকাতে গিয়ে শিঁওরদাহ ফাঁড়ি পুলিশের টু-আই সি ফারুকুজ্জামান গণধোলাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের নজুরমোড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। গণধোলাইয়ের শিকার শিওরদাহ ফাঁড়ি পুলিশের টু আইসি ফারুকুজ্জামান সাদা পোশাকে মোটর সাইকেল ফেলেই পালিয়ে জনরোষ এড়ান বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক মোজাফ্ফার ক্ষেত থেকে ধান কেটে নজুর মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। এ সময় সাদা পোশাকে ফাঁড়ির টু আইসি ফারুকুজ্জামানসহ তিনজন এসেই মোজাফ্ফারের পকেটে গাঁজার টুপলা ঢুকিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন । এ সময় পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা দেখতে পেলে পুলিশ তড়িঘিড়ি করে মোজাফ্ফারের পকেটে গাঁজা ঢোকাতে যেয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হলে টু আইসর সাথে থাকা দুই কনস্টেবল দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জনতার রোষানলে পড়েন টু আইস ফারুকুজ্জামান। এ সময় স্থানীয় নির্বাসখোলা ইউপি’ চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত করলে টু আইসি দৌড়ে পালান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here