যশোরে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫

0
493

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের খড়কী এলাকা থেকে শাহজাহান নামে এক ব্যক্তিকে অপহরণ পূর্বক ৫লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ গ্রেফতারকৃত ৫জনের নামে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। যশোর শহরের খড়কী দক্ষিণ পাড়ার প্রাইমারী স্কুলের পিছনে আব্দুল গফফারের ছেলে ইমরান হোসেন বাদি হয়ে মামলাটি করেন। মামলার গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, শহরতলী চাঁচড়া চেকপোষ্ট মাঠপাড়ার আলাউদ্দিন শেখের ছেলে আনিচুর রহমান, একই এলাকার আজগর আলীর ছেলে রবিউল ইসলাম,মৃত মোজাম্মেল হকের ছেলে হাফিজুর রহমান,আব্দুল জলিল মোল্যার ছেলে মিলন হোসেন ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাধবকাঠি গ্রামের বর্তমানে যশোর শহরতলী চাঁচড়া চেকপোষ্ট মাঠপাড়া জনৈক নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া গৌতম বসুর স্ত্রী গৌরী বসু।
ইমরান হোসেন যশোর সরকারি এমএম কলেজে অনার্স ১ম বর্ষে লেখা পড়া করে। তার পিতা সোমবার বেলা ১১ টার পর মোবাইল ফোন দিয়ে জানান, ইমরান হোসেনের চাচা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গানধুলিয়া গ্রামের মৃত আমিন মহাজনের ছেলে শাহজাহানকে মন্ডলগাতী এলাকায় দূর্বৃত্তরা অপহরণ পূর্বক ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে দূর্বত্তদের মোবাইল ফোনে ইমরান হোসেনের কথা হয়। তারা মুক্তিপণ ৫লাখ টাকা দাবি করে না দিলে তাকে হত্যার হুমকী দিয়ে মারপিট শুরু করে। বিষয়টি চাঁচড়া ফাঁড়ির পুলিশকে জানালে ফাঁড়ি পুলিশ হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শাহজাহানকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় উল্লেখিত আসামীদের গ্রেফতার করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করে। শাহজাহান মুক্তি পাওয়ার পর জানান, সোমবার সকাল ৯ টার পর খড়কী মাওলানা শাহ আব্দুল করিম সড়কস্থ প্রাইমারী স্কুলের সামনে অবস্থান কালে সেখানে পরিচিত গৌরি বসু ঘাস কাটার মেশিন দেখার কথা বলে ইজিবাইকে তুলে চাঁচড়া চেকপোষ্ট মাঠপাড়া হাফিজুর রহমানের বাড়িতে নিয়ে সেখানে আটকে রেখে উক্ত টাকা মুক্তিপণ দাবি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here