যশোরে পুলিশের হাতে হেরোইন ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার-১০

0
577

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা,চাঁচড়া ফাঁড়ি,জেলা গোয়েন্দা শাখা (ডিবি),উপশহর ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন,ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহন করার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,সদর উপজেলার রামনগর পুকুলকূল গ্রামের মৃত বোলায়েত আলীর ছেলে কেরামত আলী ছট্টু,চুড়ামনকাটি উত্তর পাড়ার আবু তালেবের ছেলে আরিফুল ইসলাম,ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গাওড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলার জনৈক শাহআলমের বাড়ির ভাড়াটিয়া হেলাল উদ্দিনের ছেলে আফজাল হোসেন,শেখহাটি আর্দশ পাড়া জনৈক শেখহাটি শেখ আব্দুল লতিফের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে জীবন,সদর উপজেলার মুড়োলী তবিবর মহুরীর বাড়ির ভাড়াটিয়া মৃত মোক্তাদির রহমানের ছেলে শরিফুল ইসলাম,চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামের রফি উদ্দিনের ছেলে তোতা মিয়া,শহরের চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়ার ওয়াদুদ শেখের ছেলে বাবু,রেলগেট পশ্চিম পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল ,তেঁতুলতলা ইসমাইল কলোনীর মুন্না শেখের ছেলে আনন্দ শেখ ও শার্শা উপজেলার যাদবপুর আনসার ক্যাম্পের পাশে মৃত আইয়ূব আলীর ছেলে সাগর মিয়া।
কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার সকাল পৌনে ১১ টায় যশোর খুলনা মহাসড়কের প্রাইম ফিলিং ষ্টেশনের সামনে থেকে কেরামত আলী ছট্টুকে ২৭পিস ইয়াবা,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার বেলা পৌনে ১১ টায় সদর উপজেলার চুড়ামনকাটি চৌগাছা সড়কের জগহাটি নামকস্থান থেকে ২৫পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯ টায় শেখহাটি আদর্শপাড়া একটি মুদী দোকানের সামনে থেকে আফজাল হোসেন ও জীবন হোসেনকে ৬০ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরর আরএনরোডস্থ রানা ষ্টীল প্লাজার সামনে থেকে শরিফুল ইসলামকে ৭৫ পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখার একটি শুক্রবার রাত পৌনে ১০ টায় জগহাটি গ্রামের আমতলার মোড় নামকস্থান থেকে তোতা মিয়াকে ২০ পিস ইয়াবা,চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ শুক্রবার ভোর পৌনে ৬ টায় চাঁচড়া রায়পাড়া চাঁনগাজীর বাড়ির সামনে থেকে বাবু শেখকে ১শ’ গ্রাম হেরোইন,এনামুলকে ৫০ গ্রাম ও আনন্দ শেখকে ৫০ গ্রাম হেরোইন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে চাঁচড়া চেকপোষ্ট চাঁচড়া বাস কাউন্টারের সামনে থেকে সাগর মিয়াকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here