যশোরে পুলিশের হাতে হেরোইন ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৬

0
501

বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি),কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,মুড়োলী মোড়ের তুজাম বিশ্বাসের ছেলে শামীম হোসেন,শহরের পশ্চিম সার্কিট হাউজ পাড়ার মৃত খায়রুল বাশারের ছেলে অহিদুল বাশার ওরফে বাবু,চাঁচড়া রায়পাড়ার মৃত ওমর আলী গাজীর ছেলে চাঁন আলী গাজী,খড়কীর আমির আলীর ছেলে কামাল হোসেন,যশোরের বাঘারপাড়া উপজেলার মথুরা পুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান ও একই গ্রামের শওকত হোসেন ওরফে সকোর ছেলে জামাল হোসেন।
কোতয়ালি থানার এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেক শুক্রবার সকালে মুজিব সড়কের রেলগেট পঙ্গু হাসপাতালের গেটের সামনে থেকে চাঁন আলী গাজীকে ১শ’ গ্রাম হেরোইন ও ৫২পিস ইয়াবা,কোতয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার কামাল হোসেনকে ৫০ গ্রাম গাঁজা,এএসআই মমিনুল সিদ্দিক শুক্রবার সকাল সোয়া ৯ টায় জগমোহনপুর গ্রামের একটি মুদী দোকানের সামনে থেকে আব্দুল মান্নান ও জামান হোসেনকে ৫২পিস ইয়াবা,কোতয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় শহরের মাইকপট্টি জামান ফার্মেসীর সামনে থেকে ৮পিস ইয়াবা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শহিদুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মুড়োরী মোড় থেকে শামীম হোসেনকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here