যশোরে পুলিশ কর্তৃক হেরোইন ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৮

0
354

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা,উপশহর,বসুন্দিয়া পুলিশ ক্যাম্প এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত ১২ ঘন্টায় অভিযান চালিয়ে হেরোইন,ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় ৮ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ছাব্বির হোসেন,যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম,একই উপজেলার কিসমত নওয়াপাড়া উপশহর পার্কের পূর্ব পাশে ভাসমান মৃত সোহরাব হোসেনের ছেলে রায়হান হোসেন,গাইদগাছী গামের শেখ আব্দুল মালেকের ছেলে অহিদুল ইসলাম,ছাতিয়ানতলা ঘোপ গ্রামের আফছার মোল্যার ছেলে ইকতার আলী ওরফে ইকতার হেসেন,শহরের আরএনরোডস্থ মহল্লা জোড়া কুটির পাশে খোকনের ছেলে মিঠু আলম,শহরের চাঁচড়া কলোনী পাড়ার তৌহিদুল ইসলামের ছেলে মামুন হোসেন ও বাগের হাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামের বর্তমানে নওয়াপাড়া (নওয়াপাড়া মাছ বাজার রোড) জনৈক আতিয়ারের বাড়ির ভাড়াটিয়া মৃত শেখ আবু জাফরের ছেলে আব্দুল কাদের ওরফে বাবু।
কোতয়ালি মডেল থানার এএসআই ওবায়দুর রহমানসহ একদল পুলিশ সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরতলী নীলগঞ্জ ব্রীজের উপর থেকে মামুন হোসেনকে ৫২পিস ইয়াবা, এএসআই হোসেন আলী সকাল পৌনে ১০ টায় শহরের আরএনরোডস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে মিঠু আলমকে ১০পিস ইয়াবা,এসআই মোস্তাফিজুর রহমান রোববাররাত সাড়ে ৮ টার পরে ইকতার আলীকে ১শ’ পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সকাল সাড়ে ১১ টায় চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়ালেটের সামনে থেকে আব্দুল কাদের বাবুকে ২শ’ গ্রাম গাঁজা,কোতয়ালি মডেল থানার এসআই মানিক চন্দ্র গাইনসহ একদল পুলিশ রোববার দুপুর সোয়া ১ টায় শহরের পালবাড়ী ভাস্কর্য মোড়স্থ থেকে রফিকুল ইসলামকে ২৭পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার রোববার বিকেল ৫ টা ২০ মিনিটে শহরের উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তির উত্তর পাশ থেকে রায়হান হেসেনকে ২০ পিস ইয়াবা,বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হায়াৎ মাহমুদ খান রোববার রাত পৌনে ৯ টায় গাইদগাছী বেলতলা মোড় নামকস্থান থেকে অহিদুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ ও কোতয়ালি মডেল থানার এসআই মুহাম্মদ জামিলসহ একদল পুলিশ রোববার দুপুর পৌনে ২ টায় বারীনগর বাজারস্থ বটতলা শিকদার সুইটস এর সামনে থেকে ছাব্বির হোসেনকে ১৫০ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here