যশোরে পৌর কাউন্সিলার হাজী সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
522

বিশেষ প্রতিনিধি : যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনিসুর রহমান সুমন ওরফে হাজী সুমনের বিরুদ্ধে স্যাটেলাইট ব্যবসায়িকে হত্যার হুমকি ও জোরপুর্বক দখল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মলনে এ অভিযোগ করেন সোনালী স্যাটেলাইট এর ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিকী রাজন।
সংবাদ সম্মেলনে বলা হয়,২০১৫ সালের ১ জুন যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি সুমন অস্ত্রের মুখে জোরপুর্বক সোনালী স্যাটেলাইট এর ব্যবসায়িক অংশীদার হিসাবে কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। কিছুদিন হয় সে ভীষণ স্যাটেলাইট নামে ভাড়া আদায়ের ভূয়া রশিদ বানিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছে।আর প্রচার করছে, পোষ্ট অফিসপাড়া এলাকায় সোনালী স্যাটেলাইট বলে কোন ব্যবসা নাই। এসব বিষয়ে প্রতিবাদ করলে হাজি সুমনসহ তার লালিত সন্ত্রাসী বাহিনী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তার কর্মচারিদের সাথে দুর্ব্যবহার করতে থাকেন। এ অবস্থায় জোরপূর্বক করা চুক্তিনামা গত ২১ জুন আদালতের এভিডেভিটের মাধ্যমে বাতিল করা হলে হাজি সুমন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মোবাইলের মাধ্যমে জীবন নাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন তাপস পাল, মোহাম্মদ ইসলাম, ইসমাইল হোসেন, মাহাবুবুর রহমান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here