যশোরে প্রকাশ্যে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

0
541

বিশেষ প্রতিনিধি : শনিবার প্রকাশ্যে স্কুল পড়–য়া ছাত্রী ফাহমিদা ফারজানা ওরফে লিপি (১৩) নামে এক কিশোরীকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহরণকারী সন্ত্রাসী রিপনকে গ্রেফতার করতে না পারলেও তার মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার আবুল হাশেম মোল্যার ছেলে বাবর আলী শনিবার দুপুরে কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে লিপি যশোর এমএসটিপি বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে লেখা পড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে ঘোপ জেলে রোড জাহেদার বাড়ির ভাড়াটে খোকন ড্রাইভারের ছেলে সন্ত্রাসী রিপন প্রেমের ও কু- প্রস্তাব দিতো। প্রস্তাব প্রত্যাখান করায় রিপন তাকে অপহরণের হুমকী দেয়। বিষয়টি লিপি তার মা বাবাকে জানালে বাবর আলী রিপনের পিতা মাতাকে বিষয়টি অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার ১ এপ্রিল সকালে লিপি স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। বেলা পৌনে ১১ টায় শহেরর লোন অফিসপাড়া সম্মিলনী স্কুলের পশ্চিম পাশে পৌছালে রিপনসহ সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন জোরপূর্বক লিপিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহরণের ঘটনা বাবর আলী জানতে পেরে থানায় সন্ত্রাসী রিপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ রিপনের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালি মডেল থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here