যশোরে বালিকা হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

0
246

নিজস্ব প্রতিবেদক : যশোরে অনূর্ধ্ব-১৬ বালিকা হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার শহরের মুসলিম একাডেমি মাঠে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ। বক্তব্য রাখেন প্রশিক্ষণ ক্যাম্পের কোচ কামরুল ইসলাম কিরণ ও হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি।
জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্যাম্পে ১৫ জন অংশ নিচ্ছে।